পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আজম খানের দ্বিতীয় যুদ্ধ!

ছবি
আজ থেকে ২০ কিংবা ২৫ বছর পর 'ব্যান্ড মিউজিকের অবস্থা কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে এই গান এটা ভেবে আমি শংকিত। ব্যান্ড সংগীতের এই রকম উত্তাল একটা সময়ে দুম করে এই কথা যদি কেউ বলে ফেলেন তাহলে যেটা বেমানানই মনে হতে পারে। কিন্তু এই কথা যিনি বললেন, তিনি তো আর হাবিজাবি কেউ নন। বাংলা ব্যান্ড মিউজিকের আদি গুরু আজম খান। নিজের শংকটাকে যুক্তি দিয়ে বোঝালেন তিনি এই ভাবে 'ব্যান্ড মিউজিকটা এখন একদম কমার্শিয়াল হয়ে গেছে। টাকার জন্য গাইড সবাই, আর গানের জগতটাও হয়ে পড়েছে। আরও স্পষ্ট করে বললেন, গুলশান বনানী ধানমন্ডির মতো আলিশান এলাকার ভেতরেই 'ব্যান্ড দলগুলার কার্যক্রম চলছে। এই ধারা অব্যাহত থাকলে 'ব্যান্ড সঙ্গীত গতিহীন হয়ে পড়বে। এই ধারার ফলাফলটাও তিনি চোঁখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। বাচ্চু, জেমস, হাসানের পর তেমন কোনো প্রতিভা দেখা যাচ্ছে না। এমনকি স্টার তৈরির প্রক্রিয়াও আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাচ্ছে। 'ব্যান্ড গানকে এসব দুর্বলতার হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য সম্প্রতি তিনি (আজম খান) মগবাজারে (১আগষ্ট) সাস নতুন নতুন দলগুলোর সঙ্গ বৈঠক করেছেন। আর এ বৈঠক থেকেই ঘোষণা করেছেন তার নতুন কার্যক্রম। 'ব্যান