পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন জীবন্ত কিংবদন্তি

ছবি
একজন জীবন্ত কিংবদন্তি, আজ তাঁর জন্মদিন। তাঁকে নিয়ে যতোই বলতে থাকবো আপনার দিক থেকে দেখবেন জানার কোন আগ্রহ ফুরাবে না। গায়ক হিসেবে তিনি "হাসান" নামে পরিচিত একজন ব্যান্ড সঙ্গীতশিল্পী। তার জন্ম ১৯৭৪ সালের ১৯ এপ্রিল রাজধানী ঢাকা শহরেই। তার মোট গানের সংখ্যা ২০০ টিরও বেশি। তিনি ১৯৯৩ সালে ব্যান্ডদল আর্কে ভোকালিস্ট হিসাবে যোগ দেন। আর্কে থাকা অবস্থায় বহুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ২০০২ সালে আর্ক ব্যান্ড ছেড়ে দিয়ে নতুন ব্যান্ড "স্বাধীনতা" গঠন করেন। ২০১০ সালের শেষের দিকে তিনি আবার আর্কে যোগ দেন। মূলত টুলু এবং পঞ্চম এর সাথে তার সঙ্গতে তিনি গানের প্রকৃত মর্যাদা অনুভব করেন। হাসানের সঙ্গীত জীবনের উত্থান আকস্মিক। একদিন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আশিকুজ্জামান টুলুর সাথে তার পরিচয় হয়। তিনি তাঁর গান শুনে মুগ্ধ হয়ে প্রস্তাব করলেন যে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ইংরেজি গানের সুরে বাংলা গানের একটা কমার্শিয়াল ক্যাসেট বের করা হবে, এ জন্যে তাকে গান গাইতে হবে। হাসান প্রস্তাব মেনে নিয়ে গান গাইলেন। প্রথম এ্যালবাম কপিয়ার অতটা জনপ্রিয়তা না পেলেও দ্বিত