পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আর্ক হাসান এবং বর্তমান প্রজন্ম

ছবি
আমি বর্তমান প্রজন্মের একজন তরুন। ছোট বেলায় দেখতাম আব্বা ক্যাসেটে গুরু জেমস, আইয়ুব বাচ্চু এবং হাসান ভাইয়ের গান শুনতেন। তাই ছোট থেকেই আমার গান শোনার অভ্যাস। বড় হতে হতে হারিয়ে ফেলি হাসান ভাইকে। একদম পর্দার আড়ালে চলে যায়। একটি ছোট শহরে আমার জন্ম হা আমি খুলনা শহরের কথাই বলছি। এখানে খুব কমই কন্সার্ট হয়। তবে গুরু জেমস আসে মাঝে মাঝে। এইতো আগের বছর খুলনা ইউনিভার্সিটি তে বাচ্চু স্যার এসে গেলো  এইবার সেই স্টেজে হাসান ভাই উঠলো। হাসান ভাই আসবে খবরটা শুনেই মন মেতে উঠলো। কখনো ভাবিনি তাকে স্টেজে দেখতে পারবো। কন্সার্ট এর এন্ট্রি টি -শার্ট উপহার দিলো আমার সুইটি। আমার সুইটি কন্সার্ট কমিটির প্রভাবশালী লিডার হওয়ার কারনে একদম স্টেজের সামনেই জায়গা পেলাম। সন্ধ্যা ৭ টা কালো করে একটা ছেলে মাইক্রোফোনে বুকফাটা উল্লাস নিয়ে বললো এখন স্টেজ মাতাবে আর্ক। বুকের ভিতরটা কেমন করে উঠলো। ব্যাক স্টেজ থেকে সামনে আসলো কালো শার্ট কালো প্যান্ট আর কালো কনভার্স আর চোখে কালো সানগ্লাস পড়া ঝাকরা চুলের এক রকস্টার। এসেই সবার মন কেড়ে নিলো। শুরু করে দিলো তার হ্রদয় কাপানো গান। গানের সাথে হালকা নাচ। দর্শকরা বিস্ময় চোখে তাকিয়ে রইলো। হাজার