পোস্টগুলি

জুন, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Arif Hasan (Ark)

ছবি
আরিফ হাসান জাফরাবাদ (মাদ্রাসা রোড) পুরান বাজার চাঁদপুর সদর চাঁদপুর। ফোন: ০১৮৫১৯৯৬৬০০

নতুন করে আবার ব্যান্ড জগতে আর্ক

ছবি
হাসান ও আশিকুজ্জামান টুলুর হাত ধরে নব্বই দশকে দেশীয় ব্যান্ড জগতে আগমন ঘটে আর্কের। এরপর এ ব্যান্ডের মাধ্যমে হাসান তার ভিন্নধর্মী গায়কী এবং গান দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে আর্ক ব্যান্ড-এর ‘জন্মভূমি’ ও ‘গুরু’ অ্যালবামের গানগুলোতে তরুণ শ্রোতারা ভেসেছেন অন্যরকম উদ্যমে। এলআরবি ও নগর বাউলের পর আর্ক-এর অনেক গান জনপ্রিয়তা পায় নব্বই দশকে। এই তিন ব্যান্ডের মাধ্যমেই অডিও ইন্ডাস্ট্রিও যেন জেগে ওঠে নতুন করে। সেই সময় মূলত ব্যান্ডের গানের মাধ্যমেই অডিও ইন্ডাস্ট্রি সর্বোচ্চ অবস্থায় অবস্থান করে। কিন্তু বছরখানেক পর পরই আর্ক ব্যান্ডে ভাঙনের সুর বেজে ওঠে। আর্ক-এর ভোকাল ও দলনেতা হাসান ছেড়ে দেন ব্যান্ড। নতুন করে গঠন করেন ব্যান্ড ‘জন্মভূমি’,তবে এ ব্যান্ডের কোন অ্যালবাম হাসান প্রকাশ করেননি। শুধুমাত্র স্টেজ শোতেই সীমাবদ্ধ থেকেছে তাদের কার্যক্রম। এদিকে জন্মভূমি’র অধ্যায় শেষ করে আশিকুজ্জামান টুলু ও হাসান বছর তিনেক আগেই ঘোষণা দেন আবারও আর্ক গঠনের। সেই ঘোষণায় আর্ক ও হাসান ভক্তরা আবারও নড়েচড়ে বসেছিলেন এই ভেবে যে, প্রিয় ব্যান্ডের নতুন গান তারা আবার শুনতে পারবেন অ্যালবাম ও স্টেজে। কিন্তু ত

গুরু তোমায় আজও মনে পড়ে

ছবি
সন্ধান। সব সময় কিছু একটা সন্ধানের চেষ্টা। কি খুজছি আমি নিজেই জানিনা। খুজেঁ কি কিছু পেয়েছি? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি। উত্তরে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নিরব থাকি। তারপরও আমি একটা সত্যি উপলব্ধি করতে পেরেছি। এ নিয়ে নিজেকে অন্যরকম ভাবি। আর যাদের ভিতর এ সত্যি উপলব্ধির চিহ্ন দেখতে পাই তাদের নিজের বলে ভাবি। আমার এ উপলব্ধি সত্যি টা হলো- সাধারন ভাবে ভাবতে পারায় হলো অসাধারন আর অসাধারন ভাবে ভাবতে পারার নাম হলো সাধারন। ঠিক একই ভাবে সাধারন হয়ে বেচেঁ থাকার নাম হলো অসাধারন আর অসাধারন হয়ে বেচেঁ থাকার নামই সাধারন। আমার চারপাশে চুখ বুলিয়ে দেখার চেষ্টা করি কারা সাধারন ভাবে বেচেঁ আছে। যাদের দেখতে পাই তাদের মধ্যে আজম খানঁ অন্যতম। তোমরা আমায় হয়তো বলবে এখন আর আজম খাঁন বেঁচে নেই। আমি তা মানবো না। সে খুব সাধারন ভাবে বেচেঁ আছে তাই সে অসাধারন। তোমরা সেটা বোঝছ্ছো না। তোমরা অভিমানী, তোমরা কিছু বোঝনা!!

হার্ড রক হাসান আর্ক (গুরু)

ছবি
হাসান:- ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে আলাপচারিতার উল্লেখযোগ্য কিছু অংশ নিম্নে লিখিতভাবে তুলে ধরা হলো: ১৯৯৫-১৯৯৬ সালের জনপ্রিয় সংগীত শিল্পী আর্ক ব্যান্ডের হাসান। মিউজিক জগতের হার্ড রক ও হট তারকা যাকে বলা হয়। আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান বলেনঃ অনেক অনুভূতির দহন থেকে গানের সৃষ্টি হয়। জীবনের কিছু উপলব্ধির গভীরতায় গান হয়। গুরুর প্রতি হাসানের আছে গভীর শ্রদ্ধাবোধ। তাই তো গুরুকে নিয়ে লিখেছেন একটি অসাধারণ গান। গানের কথাগুলো ছিলঃ গুরু তোমার এমন বানী দিয়েছ আনায়......। যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায় ...।। ঘুমিয়ে আছে যে জাতি ভীষণ অজ্ঞতায়...।। জাগিয়ে দিয়েছ গুরু পথেরও দিশায়......। ছোট বেলায় বড় বোনের কাছে মানুষ হয়েছেন। বড় বোন আফরোজা কোলে পিটে করে মানুষ করেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পিকে। গানের ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে মাইকেল জ্যাকসনের গান। গানের ক্ষেত্রে রিদম পেতেন মাইকেল জ্যাকসন থেকে। বন্ধু আবু সাঈদ ইয়ামিন কবির মিন্টূর হাত ধরে মিউজিক ইন্ডাজটিতে প্রবেশ করেন গুনী শিল্পী হাসান। এর ধারাবাহিকতায় পেয়েছেন অনেক যশ এবং খ্যাতি।

আসছে হাসানের হিন্দি গানের এ্যালবাম

ছবি
এ বছরই বের হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড তারকা হাসানের হিন্দি গানের অ্যালবাম। আর অ্যালবামটি আসছে ভারতের প্রথম সারির অডিও কোম্পানি ইউনিভার্সাল থেকে। প্রায় দু’বছর আগেই এ বিষয়ে ইউনিভার্সালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে হাসানের। সেই হিসেবে হাসানই বাংালাদেশের একমাত্র শিল্পী যিনি ইউনিভার্সালের সঙ্গে সর্বপ্রথম অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দু’বছর আগে থেকেই অ্যালবামের জন্য গান তৈরি করছেন হাসান। অ্যালবামটির কাজ আরও আগে সম্পন্ন হয়ে প্রকাশিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা আর হয়নি। এর মধ্যে ছিল জন্মভূমি ব্যান্ডসহ হাসানের বেশ কয়েকবার বিদেশ সফর, অ্যালবামের স্পন্সর সমস্যা, মুম্বইতে রেকর্ডিং জটিলতা, হাসানের ব্যক্তিগত সমস্যা প্রভৃতি। তবে জটিলতা সত্ত্বেও মুম্বই গিয়ে গত দুই বছরে অ্যালবামের জন্য অনেকগুলো গান তৈরি ও রেকর্ডিং করেছেন হাসান। কিন্তু এখন আবারও নতুন করে কিছু গান রেকর্ডিং করতে হবে। তাই খুব শিগগিরই হাসান মুম্বই যাবেন। আর এবার সম্পূর্ণ অ্যালবামের কাজ সম্পন্ন করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অ্যালবামের স্পন্সর জটিলতাও সম্পূর্ণ কেটে গেছে। বিদেশ সফর কমিয়ে দিয়ে হাসানও সম্পূ

Hasan in comeback

ছবি
http://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fshar.es%2FVTRC2&h=6AQE0DjJD&s=1

Hasan Ark History

ছবি
http://m.youtube.com/watch?v=uyqXUQo491k

Rocking Star Hasan Ark

ছবি
www.facebook.com/ Bandbangladesh