হার্ড রক হাসান আর্ক (গুরু)
হাসান:-
ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে আলাপচারিতার উল্লেখযোগ্য কিছু অংশ নিম্নে লিখিতভাবে তুলে ধরা হলো:
১৯৯৫-১৯৯৬ সালের জনপ্রিয় সংগীত শিল্পী আর্ক ব্যান্ডের হাসান।
মিউজিক জগতের হার্ড রক ও হট তারকা যাকে বলা হয়।
আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান বলেনঃ অনেক অনুভূতির দহন থেকে গানের সৃষ্টি হয়। জীবনের কিছু উপলব্ধির গভীরতায় গান হয়।
গুরুর প্রতি হাসানের আছে গভীর শ্রদ্ধাবোধ। তাই তো গুরুকে নিয়ে লিখেছেন একটি অসাধারণ গান।
গানের কথাগুলো ছিলঃ গুরু তোমার এমন বানী দিয়েছ আনায়......।
যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায় ...।।
ঘুমিয়ে আছে যে জাতি ভীষণ অজ্ঞতায়...।।
জাগিয়ে দিয়েছ গুরু পথেরও দিশায়......।
ছোট বেলায় বড় বোনের কাছে মানুষ হয়েছেন।
বড় বোন আফরোজা কোলে পিটে করে মানুষ করেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পিকে।
গানের ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে মাইকেল জ্যাকসনের গান। গানের ক্ষেত্রে রিদম পেতেন মাইকেল জ্যাকসন থেকে।
বন্ধু আবু সাঈদ ইয়ামিন কবির মিন্টূর হাত ধরে মিউজিক ইন্ডাজটিতে প্রবেশ করেন গুনী শিল্পী হাসান।
এর ধারাবাহিকতায় পেয়েছেন অনেক যশ এবং খ্যাতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন