নতুন করে আবার ব্যান্ড জগতে আর্ক
হাসান ও আশিকুজ্জামান টুলুর হাত ধরে নব্বই দশকে দেশীয় ব্যান্ড জগতে আগমন ঘটে আর্কের। এরপর এ ব্যান্ডের মাধ্যমে হাসান তার ভিন্নধর্মী গায়কী এবং গান দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে আর্ক ব্যান্ড-এর ‘জন্মভূমি’ ও ‘গুরু’ অ্যালবামের গানগুলোতে তরুণ শ্রোতারা ভেসেছেন অন্যরকম উদ্যমে। এলআরবি ও নগর বাউলের পর আর্ক-এর অনেক গান জনপ্রিয়তা পায় নব্বই দশকে। এই তিন ব্যান্ডের মাধ্যমেই অডিও ইন্ডাস্ট্রিও যেন জেগে ওঠে নতুন করে। সেই সময় মূলত ব্যান্ডের গানের মাধ্যমেই অডিও ইন্ডাস্ট্রি সর্বোচ্চ অবস্থায় অবস্থান করে। কিন্তু বছরখানেক পর পরই আর্ক ব্যান্ডে ভাঙনের সুর বেজে ওঠে। আর্ক-এর ভোকাল ও দলনেতা হাসান ছেড়ে দেন ব্যান্ড। নতুন করে গঠন করেন ব্যান্ড ‘জন্মভূমি’,তবে এ ব্যান্ডের কোন অ্যালবাম হাসান প্রকাশ করেননি। শুধুমাত্র স্টেজ শোতেই সীমাবদ্ধ থেকেছে তাদের কার্যক্রম। এদিকে জন্মভূমি’র অধ্যায় শেষ করে আশিকুজ্জামান টুলু ও হাসান বছর তিনেক আগেই ঘোষণা দেন আবারও আর্ক গঠনের। সেই ঘোষণায় আর্ক ও হাসান ভক্তরা আবারও নড়েচড়ে বসেছিলেন এই ভেবে যে, প্রিয় ব্যান্ডের নতুন গান তারা আবার শুনতে পারবেন অ্যালবাম ও স্টেজে। কিন্তু তেমনটা হয়নি। গত দুই বছরে আর্ক-এর কার্যক্রম ছিল একদমই সীমিত। অ্যালবামের কাজ শুরু করলেও তা শেষ করতে পারেননি আর্ক সদস্যরা। অন্যদিকে আশিকুজ্জামান টুলু দেশের বাইরে অবস্থান করায় অন্য লাইনআপে ব্যান্ডের কার্যক্রম চালাতে হয়। তারপরও ভক্তদের জন্য সুখবর হলো সংগীতাঙ্গনে আর্ক-এর প্রত্যাবর্তন ঘটেছে। গেল শুক্রবার এসএ টিভির লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে ব্যান্ডটি। এদিন লাইভেও দুর্দান্ত পারফর্ম করেছে আর্ক। শোতে দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। হাসান, টিংকু এ রহমান, রুমি রহমান, মোরশেদ খান, কাজী ফয়সাল- এমন লাইনআপেই এদিন পারফর্ম করে আর্ক। জানা গেছে, সামনের বেশ কিছু লাইভ এ সেটআপের মাধ্যমেই করতে যাচ্ছে আর্ক। এদিকে স্টেজের বাইরে ইতিমধ্যে নিজেদের নতুন অ্যালবামের কাজও গুছিয়ে এনেছেন হাসান ও আর্ক। প্রেমের বাইরেও বিষয়ভিত্তিক গান দিয়েও সাজানো হচ্ছে এ অ্যালবামটি। চলতি বছরের শেষদিকে এ অ্যালবামটির মাধ্যমে প্রায় এক যুগেরও বেশি সময় পর নিজেদের নতুন অ্যালবাম প্রকাশ করছে আর্ক। স্টেজ এবং অ্যালবাম নিয়ে আর্ক-এর পরিকল্পনার ব্যাপারে হাসান binodon24.com কে বলেন, আমরা একটু অপেক্ষা করতে চেয়েছি। তাই খানিকটা দেরি হয়ে গেছে। আমাদের শ্রোতারা অনেক অপেক্ষা করেছেন, আর বেশি দিন নয়। আমরা ইতিমধ্যে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছি। অ্যালবামের বেশ কিছু গান লিখেছি আমি। সুরও বেশিরভাগ আমার করা। গানের মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়া গেলেও আর্ক-এর আমেজটা অবশ্যই বজায় থাকবে গানে। আমরা সব সময় আস্তেধীরে কাজে বিশ্বাসী। আর অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন কতটা বাজে সেটা সবারই জানা। তারপরও আমরা নতুন গান করছি শুধুমাত্র আমাদের শ্রোতাদের জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন