উপমহাদেশের সৃষ্টিকৌশল গায়ক আর্কের হাসান।

সংগীত ভূ্বনের অনেকেই জানেন বিশাল অমিত সম্ভবনা ছিল হাসান ভাইয়ের কারন তিনি যেই স্কেলে যেই মানের গান করতেন তা এই উপমহাদেশে আর কেউ করতেন বলে মনে হয় না। কিন্তু সেই কন্ঠকে কাজে লাগানোর মতো ভাল সুরকার কই আমাদের দেশে। পাহাড়ের চূড়ায়, সুইটি , বন্ধুরে,একাকী, গাংচিল, যারে যা, এতো কষ্ট কেন ভালোবাসায়, স্বাধিনতা, তাজমহল সহ গানগুলোর কম্পোজিশন আর হাসান ভাইয়ের গায়কি শুনে দেখুন। সস্তা জনপ্রিয়তার চুটুল কোন গান নয় এগুলো। খুব বেশি উন্নত গান। এই গানগুলো গেয়েছেন হাসান ভাই, তিনি হয়তো হারিয়ে যাবেন কিন্তু তার এই সৃষ্টিগুলো আরো অনেক অনেক দিন থেকে যাবে ইনশাল্লাহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা বার্তা, (হাসান আর্ক)

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২