পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

My Dear Hasan

ছবি
My Dear Hasan ============ অনেক তাড়াহুড়া, অনেক কাজ বাকি । এটা গোছাই, সেটা গোছাই, তবু শেষ হয় না । হাসানকে আসতে বলেছি । ওর জন্য ওয়েট করছি । জানি ও একটু অগোছালো, একটু ভোলা মনের, একটু ডিজওরগানাইজদ, ওর একটু হয়তো দেরি হবে আসতে । ** একটু পরেই চলে এলো হাসান, বসলো ড্রইং রুমে । আমি গেলাম ড্রইং রুমে, আমার হাতে একটা হলুদ খাম । হাসানের মুখটা ফ্যাকাসে, দৃষ্টি শূন্য । ওর দিকে বাড়িয়ে দিলাম খামটা, ও বের করলো চিঠিটা খাম থেকে । আমার ইমিগ্রেশনের চিঠি, সিংগাপুর থেকে এসেছে । হাসান নিরবে পড়লো । পড়া শেষ হলে আমার দিকে বাড়িয়ে দিলো চিঠিটা । আমার চোখের দিকে তাকাতে পারলো না । বুঝলাম ওর দৃষ্টিকে আমার দৃষ্টি থেকে লুকাতে চেষ্টা করছে ও । এক হাতের তালু আরেক হাতের আঙ্গুল দিয়ে কচলাচ্ছে খুব জোরে জোরে । মুখে একটাও কথা নাই, ভীষণ নিরব হয়ে গিয়েছে । শুধু মাঝে মাঝে আমার চোখের দিকে তাকাচ্ছে, ঐ দৃষ্টিটা আমি এখনও ভুলি নাই । হাসান, আমি এখনও ভুলি নাই তোমার ঐ দৃষ্টি । আমি এতই স্বার্থপর ছিলাম যে আমি তোমার সাগরের সমান কান্নাটা দেখেও না দেখার ভান করেছিলাম । কত আলতু ফালতু কথাই না বলেছিলাম সেদিন তোমাকে – যেমন বলেছিলাম “হাসান আমি ফিরে

বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা বার্তা, (হাসান আর্ক)

ছবি
সঙ্গীতকে বাঁধা দিতে পারে না কোনো কাঁটা তারের বেড়া। সংগীতই হবে মানুষের মনের খোরাক। ভাল লিরিক আর সুর ছুঁয়ে যায় সংবেদনশীল মানুষের মন। সঙ্গীতের নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল যে সেটা কোনো বিশেষ ভাষার কাছেও সীমাবদ্ধ হয়ে থাকেনি। বিদেশী ব্যান্ডের মাইকেল জ্যাকসন কিংবা জিম মরিসনের সঙ্গীত যেমন এদেশের মানুষের মন ছুঁয়েছে, তেমনি আমাদের বাংলা ব্যান্ড গানও পৌঁছে গেছে বিশ্বের দরবারে। বিশ্ব সঙ্গীত দিবসে OIG পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হৃদস্পন্দন থেকে ভালোবাসা।

ওল্ড ইজ গোল্ড এ্যডমিনদের শুভেচ্ছা বার্তাঃ

ছবি
ওল্ড ইজ গোল্ড পেজের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আর্ক ব্যান্ডের ভোকাল হাসান ভাইয়ার পক্ষ থেকে আর্ক ভক্তদের প্রতি রইলো শুভেচ্ছা। ওল্ড ইজ গোল্ড এ্যডমিনদের শুভেচ্ছা বার্তাঃ আরিফ হাসান→ সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ্‌ আমদের সকল প্রার্থনা ও উৎসর্গ কবুল করুক। হাসান রাজা→ সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। তাইমির→ আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র সিয়াম-সাধনার মাস ‘মাহে রমজান’ আল্লাহ্‌ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমীন। মমিন মুন→সবাইকে রমজানের শুভেচ্ছা, আল্লাহ্‌ আমাদেরকে সুখী করুক, সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। মুজাহিদ পারভেজ→পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আজ থেকে শুরু হচ্ছে রোজা। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের মোবারকবাদ। বায়েজিদ→ আল্লাহ আমাদের সবাইকে ৩০টি রোজা রাখার তৌফিক দান করুন, রমজান মোবারক সবাইকে। প্রিন্স মাহমুদ→ হে আল্লাহ আমাদের সকল চাওয়া পাওয়া গুলা পূরন হোক, এই প্রবিত্র রমজানে আমাদের সমস্ত গুনাহ মাফ করুন, এবং আমাদের রোজা কবুল করুন।

Best Of Hasan 2017

ছবি
https://youtu.be/WRYGNfeTi1s #Birthday_Special_Gift_For_All_Friends #Best_Of_Hasan_2017 ফ্রেন্ডস আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমাদের OIG পেজ থেকো প্রতিশ্রুতি দিয়েছিলাম হাসান ভাইয়ার বার্থডে উপলক্ষে আপনাদের জন্য রকিং সারপ্রাইজ দিবো. সেই প্রতিশ্রতি পূরনে আপনাদের জন্য আমাদের পেইজের পক্ষ থেকে স্পেশাল গিপট #Best_Of_Hasan_2017 পুরোনো মিক্সড এলবাম গুলো থেকে ১২ টি জনপ্রিয় রকিং গানগুলা বাছাই করে আপনাদের বিনোদনের সার্থে হাসান ভাইয়ের জন্মদিনে উৎসর্গ করারর প্রত্যয়ে সেই সুরের সাধনা মেশানো গান গুলোর YouTube Link সেয়ার করলাম। আপনারা সবাই আনন্দের সাথে শুনতে থাকুন এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করুন, সেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সব আর্ক & হাসান ফ্যানসদের কাছে। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাইমির ভাইকে। যার প্ররিশ্রমে অ্যালবামটি সম্পূর্ণরূপে সেজেছে।।

আর্ক নিয়ে ফের নব উদ্যমে আসছেন হাসান।

ছবি
লালমাটিয়ার খুব রক্ষণশীল পরিবারের ছেলে হয়ে গান বাজনায় নিজের ক্যারিয়ার গড়বে, সে কথা কোনোদিন ভাবেননি তিনি। আর সেই বাড়ির ছেলে দেশের সেরা রকস্টার হবে, এটা তো ভাবনারও বাইরে ছিল। কিন্তু নিয়তি আর আল্লাহ প্রদত্ত অসাধারণ ব্যতিক্রমী কণ্ঠ যে সারাদেশ মাতাতেই জন্মেছে, সে যে তাঁর কপালেই লিখে পাঠিয়েছেন অদৃষ্ট। #এক প্রশ্নের জবাবে রকষ্টার বলেনঃ আমরা নিয়মিত এখন প্র্যাকটিস চালাচ্ছি। নিয়মিতভাবে চলছে সেই আড্ডাবাজি, যেটা ছাড়া কখনও গান হয় না। তাই দারুণ কিছু ঘটতে যাচ্ছে সামনে, ইনশাআল্লাহ। #সেই হাসান, সেই আর্ক আবারও ষ্টেজ আর শ্রোতামন কাঁপাতে আসছেন তাঁরই আগমনী বার্তা জানান দিলেন রকষ্টার। #১৯ এপ্রিল এই মহান লিজেন্ড এর জন্মদিন, জন্মদিনে তিনি তার ভক্তদের জন্য সারপ্রাইজ রাখছেন নতুন কোন বার্তা দিয়ে, #যেটিকে হাসান নিজের জন্মদিন না বলে- বলেন, হাসান, দ্যা ম্যান অব নাইন্টিন্থ এপ্রিল।

রঙের ঘুড়ি → আযম খাঁন & হাসান আর্ক।

ছবি
প্রিয়…… বন্ধুরা, শ্রদ্বেয় আরমান খাঁন স্যারের সুর ও সংগীতে রঙের ঘুড়ি, আমাদের পাগলা গোড়ার মত মনে রঙের ঘুড়ি উড়িয়ে দূরে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই আমাদের এবারের প্রয়াস "রঙের ঘুড়ি" গুরু আযম খাঁন এবং হাসান ভাইয়ার কন্ঠে। আপনাদের অবস্যই ভালো লাগবে…………। অ্যালবামটি তে সর্বমোট ১০টি গানের মধ্যে গুরু আযম খাঁনের ৫টি গানের সঙ্গে আমাদের প্রিয় হাসান ভাইয়ার ৫টি গান রয়েছে, অ্যালবামে যে গান গুলা আছে। (১) পাগলা ঘোড়া, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন। (২) রঙের ঘুড়ি, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান। (৩) যায় হারিয়ে যায়, কথাঃ মারজুক রাসেল, কণ্ঠঃ হাসান। (৪) জানাযা, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন। (৫) ভালোবেসেছি, কথাঃ সুজাত কবির, কণ্ঠঃ হাসান। (৬) আকাশ লজ্জা পায়, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন। (৭) মনের রাজনীতি, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান। (৮) মায়া নাই, কথাঃ আরমান খাঁন, কন্ঠঃ আযম খাঁন। (৯) আমি যা বুঝি, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন। (১০) মনেরই দুয়ার, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান। https://drive.google.com/folderview?id=0BxiAmrMYLdfIQ1pmdTZDLXNTR2M প্রকাশিতঃ ২০০৪

শুভ জন্মদিন…… হে পপ গুরু আযম খান।

ছবি
আজম খান আমার গুরুর নাম। আমরা যারা বাংলা ব্যান্ড এর ভক্ত তাদের গুরুর নাম আজম খান। বাংলা ব্যান্ড এর ইতিহাস যদি রুপকথা হয় সেই রুপ কথার রাজপুত্র হলো আজম খান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি আমাদের গর্বের পরিশুদ্ধ অনুভূতি হয়, সেই অনুভূতির রুপকারদের একজন হলো আজম খান।গুরুর সাথে আসলে অদৃশ্য সম্পর্ক আছে সব গান পাগলদের। বাংলা গান পাগল মানুষের বন্ধুত্ব বাঁধা হয়ে আছে। সালেকা মালেকা, হাইকোর্টের মাজারে, আলাল দুলাল, রেললাইনের ধারে বস্তিতে, আসি আসি বলে তুমি আর এলে না, পাগলা ঘোড়া, যানাযা, আকাশ লজ্জা পায়, মায়া নাই মানুষের মনে……… কত কত সহজিয়া গান! বাংলা রক গানের আদি ও অকৃত্রিম আদল। বহু ইন্সট্রুমেন্ট বা টেকনোলজির পরিবর্তনে যার আবেদন এতটুকু কমেনি, কমবেও না। সেই প্রিয় গুরুর জন্মদিনে শ্রদ্ধা আর সালাম। তোপধ্বনি দেই গুরু। মাথায় পট্টি বেধে রাস্তায় নামি গুরু। সব কলুষতা, কথা না রাখা, অর্থ-অনর্থের এই কপিরাইট জালে আটকা হাঁসফাঁস, হাঁসফাঁস দুনিয়ায় আমাকে শিষ্য করো গুরু। শুভ জন্মদিন মোহাম্মদ মাহবুবুল হক খান। শুভ জন্মদিন আমাদের গুরু। তুমি আমাদের গুরু, গুরু তোমার জন্মদিনে তোমাকে জানাচ্ছি হৃদস্পন্দন থেকে ভালোবাসা। তোমার রূহের

Rock Star Hasan Ark Fan Page

ছবি
http://m.me/Bandbangladesh

অবশেষে আসছে জনপ্রিয় ব্যান্ড আর্কের নতুন অ্যালবাম।

ছবি
বছর তিনেক হলো আবারো জনপ্রিয় ব্যান্ড আর্ক তাদের কার্যক্রম শুরু করেছে। ব্যান্ডটির ভোকাল হাসান সে সময়ই বলেছিলেন আর্কের নতুন অ্যালবাম আসছে খুব শিগগিরই। কিন্তু সেই ঘোষণা ঘোষণাই থেকে গেছে। অনেক সময় পেরিয়ে গেলেও বিভিন্ন কারণে আর্কের নতুন অ্যালবাম আর আসেনি। মূলত ব্যান্ডটির সদস্যরা সবাই এক হতে না পারাতেই এই বিলম্বটা হচ্ছে। এরই মধ্যে বিষয়ভিত্তিক বেশ কিছু গান তৈরি করেছেন হাসান। পাশাপাশি প্রেমের গানও থাকছে। এ গানগুলো লিখেছেন ও সুর করেছেন হাসান। তবে এরপর আর এগুচ্ছে না ব্যান্ডের অ্যালবামের কাজ। তবে তিনি জানিয়েছেন, চলতি বছরের মাঝামাঝি নাগাদই আর্কের নতুন অ্যালবাম প্রকাশ করবেন। এ বিষয়ে হাসান বলেন, আমি জানি আর্ক ভক্তরা মুখিয়ে আছেন নতুন অ্যালবামের জন্য। আমি নিজেও গান তৈরি করে বসে আছি। তবে সংগীতায়োজনে একটু বিলম্ব হলো। আসলে ব্যান্ডের অনেকেই দেশের বাইরে থাকে। আবার অনেকে অন্য ব্যস্ততায়ও রয়েছে। তাই সব মিলিয়ে বিলম্বটা হয়েছে। এ বছরের মাঝামাঝি নাগাদ পাকাপাকিভাবে অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো বলেই আশা রাখছি। তাই আর একটু অপেক্ষা করতে বলবো শ্রোতাদের। এদিকে হাসান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়

রকস্টার হাসান কে নিয়ে "হাসান মাহমুদ" (ম্যাক্স হাসান)র শৈশব কৈশর গল্প।

ছবি
জানিনা আমার প্রান প্রিয় ব্যান্ড শিল্পী আর্ক এর হাসান ভাই কখনো জানবে কিনা,আমার শৈশব এবং কৈশর জীবনে তার গানের প্রভাব কতোটুকু জায়গা দখল করেছিলো,আজ জানাবো সেই অব্যাক্ত কিছু বাস্তব সত্য ঘটনা যা আজ আমি আমার প্রিয় পেইজ  মাধ্যমে,অসংখ্য ধন্যবাদ জানাই এই পেইজের সমস্ত কলাকৌশলীদের,যার কারনে আমি আমার প্রিয় শিল্পী"হাসান কে"মনের গহীনে আমার সঙ্গীত ভূবনে লালন করে নিরবে ভালোবেসে যাই,আমি মিডল ক্লাস পরিবারের একজন অত্যান্ত"হাসান প্রেমী"ফ্যান,শুনুন তাহলে আমার কিছু হাসান ফ্যানের কান্ডকারখানা,প্রাইমারী স্কুলে যখন ক্লাস ফাইভে পড়ি তখনকার ঘটনা এটি,মাঝে মাঝে স্কুলে যে কামাই হতো মানে অনুপস্থিত থাকতাম প্রথম প্রথম স্যারেরা কিছু বলতো না আমাকে,কারন আমি ঐ স্কুলের হেডমাস্টারের ছেলে ছিলাম বিধায়,একদিন আমার এক বন্ধু আমার সাথে স্কুলে যাচ্ছিল ও স্কুলে চলে গেল আমি আমাদের পাড়ার একটি অডিও সিডি ক্যাসেটের দোকানের সামনে দাড়িয়ে রইলাম ১ ঘন্টা,দাড়িয়ে প্রিয় শিল্পী হাসানের গান শুনছিলাম(তখন জানিনা পরে জেনেছি উনি আর্ক ব্যান্ডের ভোকাল হাসান) এই কারনে আমি সেদিন ক্লাস মিস করলাম,তখন নাকি স্যার আমার বন্ধুকে আমার ব্যাপারে জ

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২

ছবি
ফিরে এলাম আরেকটি অ্যালবাম নিয়ে। যদিও এই অ্যালবাম সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। কারন এই অ্যালবামটি সম্পর্কে জানা নেই এমন কোন ব্যান্ড প্রেমী পাওয়া যাবে কিনা সন্দেহ জাগে মনে। অ্যালবাম পরিচিতিঃ ২০০২ আর্ক থেকে স্বাধীনতা ব্যান্ড গড়লেন হাসান ভাই বেশীরভাগ গানই হাসান ভাইয়ার লেখা ও সুরে, কারন এই অ্যালবামটিতে হাসান ভাইয়ার বাস্তব জীবন সৃতি নিয়েই সাজানো গোছানো ছিলো অ্যালবামটি। সাথে ছিলেন দক্ষ ও দুর্দান্ত মিউজিসিয়ান ফুয়াদ, তন্ময়, তিতি, সুমন। গানের শিরোনামঃ ১: কারবালা ২: প্রথম যখন ৩: একলা চলরে ৪: এত গান আজ ৫: সূর্য ছুয়ে বলি ৬: অপর্না ৭: সু প্রভাত ৮: ১ ২ ৩ ৯: তেপান্তরের গান ১০: মাটি Old Is Gold - Hasan Ark এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। ফুল অ্যালবাম ডাউনলোড লিংক - ড্রপবক্স https://www.dropbox.com/s/5p0u1ieijj2yxjx/KARBALA-SADHINOTA.zip?dl=0 ফুল অ্যালবাম ডাউনলোড লিংক - গুগল https://drive.google.com/open?id=0B7zOwnVjpMjqX2lmMXBRdUJ1bUk

আমাদের প্রিয় আশিকুজ্জামান টুলু স্যার, যার কারনে পেয়েছিলাম প্রিয় হাসান ভাইকে।

ছবি
আমাদের প্রিয় আশিকুজ্জামান টুলু স্যার। স্রোতের বিপরীতে যে কজন মানুষ যুদ্ধ করে বাংলা ব্যান্ড সঙ্গীতকে প্রতিষ্ঠিত করেছেন এবং জনপ্রিয় করেছেন তাদের অন্যতম টুলু স্যার। বাংলা ব্যান্ড সঙ্গীতের যে ক’জন জীবন্ত কিংবদন্তী আছেন তাদের অন্যতম একজন মানুষ। যিনি সবসময় থেকেছেন প্রচার বিমুখ। কিন্তু প্রচার বিমুখ থাকলেও বাংলা ব্যান্ড সঙ্গীতের সোনালী দিনগুলোর শ্রোতারা একটিবারও তাদের প্রিয় টুলু স্যার কে ভুলে যায়নি ও যাবেও না। আজকের বর্তমান প্রজন্মের শ্রোতাদের জন্য দুর্ভাগ্য যে তারা এই মানুষটির নতুন কোন সৃষ্টি পায়নি বললেই চলে আর আমাদের জন্য কষ্ট যে আমরা টুলু ভাইয়ের সেরা কিছু থেকে অনেকদিন ধরে বঞ্চিত।আশিকুজ্জামান টুলু’ স্যারের রক্তে গান মিশে আছে। কারন তাঁরবাবা দেশের প্রবীণ একজন সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ রইসউদ্দিন মুন্সী। যার কাছে গান শিখেছেন দেশের অনেক গুনি শিল্পীরা। তাইতো গানটা তাঁর হাতে ছিল ছেলেখেলা। অবলীলায় যে কোন কথায় চমৎকার সুর বসিয়ে তাকে একটি দুর্দান্ত গানে পরিণত করতে পারতেন টুলু স্যার দেশসেরা একজন কীবোর্ডিসট , সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী এই টুলু ভাই।  যিনি শুধু নিজে যত না ভালো গান গেয়েছেন তার চেয়