এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
হাসান ও আর্ক ব্যান্ডের সংক্ষিপ্ত বিবরনঃ
১৯৯০ সালে গড়া উঠা আর্ক প্রথম এ্যালবাম মুক্তিযুদ্ধ` ১৯৯২ সালে প্রকাশ করা হয়। এই এ্যালবামে সেই দিনও আকাশে ছিলো চাঁদ, হারিকেন লন্ঠন নামের দুইটি গান হিট করে। এভাবে আর্কের পথ চলা শুরু হয়। এরপর ১৯৯৩ সালে এই ব্যান্ডের লিড ভোকালিস্ট পন্চম হাসান কে এই ব্যান্ডের লিড ভোকালিস্ট প্রতিষ্ঠিত করেন। পন্চমের সাথে আগে থেকেই হাসানের মধুর বন্ধুত্ব ছিলো। এভাবে হাসান ১৯৯৩ সালে আর্কে প্রবেশ করেন। ১৯৯৬ সালে আর্কের দ্বিতীয় এ্যালবাম তাজমহল বের করা হয়। যাতে সুইটি, গুরু, পাগল মন, এমন একটা সময়, গানগুলু শ্রোতাদের কে পাগল করে তোলে। বিশেষ করে হাসানের গাওয়া সুইটি গানটি তোলপার চৃষ্টি করে ভক্তদের মাঝে। সুপার হিট হয়ে হয়ে যায় এ্যালবামটি। এর ফলে হাসানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় আর্কের তৃতীয় এ্যালবাম জন্মভূমি এর কাজ ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে এটি প্রকাশ করা হয় বাংলাদেশের নাম করা মিউজিক কোম্পানি সাউন্ডটেক এর ব্যানারে। এটিও সুপারহিট হয় সারাদেশব্যপী আলোড়ন চৃষ্টি করে হাসানের গান গুলু। বিসেষ করে বাংলদেশ, যারে যা, অভিমানী নয়, আকাশের নীলে, গানগুলু সুপারহিট হয় সারাদেশে। জন্মভূমি এ্যালবামের কাজ চলাকালিন হাসান একটি মিক্...
#Birthday_Special_Gift_For_All_Friends
উত্তরমুছুন#Best_Of_Hasan_2017
ফ্রেন্ডস আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমাদের OIG পেজ থেকো প্রতিশ্রুতি দিয়েছিলাম হাসান ভাইয়ার বার্থডে উপলক্ষে আপনাদের জন্য রকিং সারপ্রাইজ দিবো.
সেই প্রতিশ্রতি পূরনে আপনাদের জন্য আমাদের পেইজের পক্ষ থেকে স্পেশাল গিপট #Best_Of_Hasan_2017
পুরোনো মিক্সড এলবাম গুলো থেকে ১২ টি জনপ্রিয় রকিং গানগুলা বাছাই করে আপনাদের বিনোদনের সার্থে হাসান ভাইয়ের জন্মদিনে উৎসর্গ করারর প্রত্যয়ে সেই সুরের সাধনা মেশানো গান গুলোর YouTube Link সেয়ার করলাম।
আপনারা সবাই আনন্দের সাথে শুনতে থাকুন এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করুন, সেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সব আর্ক & হাসান ফ্যানসদের কাছে।
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাইমির ভাইকে।
যার প্ররিশ্রমে অ্যালবামটি সম্পূর্ণরূপে সেজেছে।।