কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২

ফিরে এলাম আরেকটি অ্যালবাম নিয়ে। যদিও এই অ্যালবাম সম্পর্কে
বিশেষ কিছু বলার নেই।
কারন এই অ্যালবামটি সম্পর্কে জানা নেই এমন কোন ব্যান্ড প্রেমী পাওয়া যাবে কিনা সন্দেহ জাগে মনে।

অ্যালবাম পরিচিতিঃ
২০০২ আর্ক থেকে স্বাধীনতা ব্যান্ড গড়লেন হাসান ভাই
বেশীরভাগ গানই হাসান ভাইয়ার লেখা ও সুরে, কারন এই অ্যালবামটিতে হাসান ভাইয়ার বাস্তব জীবন সৃতি নিয়েই সাজানো গোছানো ছিলো অ্যালবামটি।
সাথে ছিলেন দক্ষ ও দুর্দান্ত মিউজিসিয়ান
ফুয়াদ, তন্ময়, তিতি, সুমন।

গানের শিরোনামঃ
১: কারবালা
২: প্রথম যখন
৩: একলা চলরে
৪: এত গান আজ
৫: সূর্য ছুয়ে বলি
৬: অপর্না
৭: সু প্রভাত
৮: ১ ২ ৩
৯: তেপান্তরের গান
১০: মাটি

Old Is Gold - Hasan Ark এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন।

ফুল অ্যালবাম ডাউনলোড লিংক - ড্রপবক্স
https://www.dropbox.com/s/5p0u1ieijj2yxjx/KARBALA-SADHINOTA.zip?dl=0

ফুল অ্যালবাম ডাউনলোড লিংক - গুগল
https://drive.google.com/open?id=0B7zOwnVjpMjqX2lmMXBRdUJ1bUk

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

হাসান ও আর্ক ব্যান্ডের সংক্ষিপ্ত বিবরনঃ