বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা বার্তা, (হাসান আর্ক)

সঙ্গীতকে বাঁধা দিতে পারে না কোনো কাঁটা তারের বেড়া। সংগীতই হবে মানুষের মনের খোরাক। ভাল লিরিক আর সুর ছুঁয়ে যায় সংবেদনশীল মানুষের মন। সঙ্গীতের নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল যে সেটা কোনো বিশেষ ভাষার কাছেও সীমাবদ্ধ হয়ে থাকেনি। বিদেশী ব্যান্ডের মাইকেল জ্যাকসন কিংবা জিম মরিসনের সঙ্গীত যেমন এদেশের মানুষের মন ছুঁয়েছে, তেমনি আমাদের বাংলা ব্যান্ড গানও পৌঁছে গেছে বিশ্বের দরবারে।
বিশ্ব সঙ্গীত দিবসে OIG পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হৃদস্পন্দন থেকে ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২