হাসান ও আর্ক ব্যান্ডের সংক্ষিপ্ত বিবরনঃ

১৯৯০ সালে গড়া উঠা আর্ক প্রথম এ্যালবাম মুক্তিযুদ্ধ` ১৯৯২ সালে প্রকাশ করা হয়। এই এ্যালবামে সেই দিনও আকাশে ছিলো চাঁদ, হারিকেন লন্ঠন নামের দুইটি গান হিট করে।
এভাবে আর্কের পথ চলা শুরু হয়। এরপর ১৯৯৩ সালে এই ব্যান্ডের লিড ভোকালিস্ট পন্চম হাসান কে এই ব্যান্ডের লিড ভোকালিস্ট প্রতিষ্ঠিত করেন।
পন্চমের সাথে আগে থেকেই হাসানের মধুর বন্ধুত্ব ছিলো।
এভাবে হাসান ১৯৯৩ সালে আর্কে প্রবেশ করেন। ১৯৯৬ সালে আর্কের দ্বিতীয় এ্যালবাম তাজমহল বের করা হয়। যাতে সুইটি, গুরু, পাগল মন, এমন একটা সময়, গানগুলু শ্রোতাদের কে পাগল করে তোলে।
বিশেষ করে হাসানের গাওয়া সুইটি গানটি তোলপার চৃষ্টি করে ভক্তদের মাঝে। সুপার হিট হয়ে হয়ে যায় এ্যালবামটি। এর ফলে হাসানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় আর্কের তৃতীয় এ্যালবাম জন্মভূমি এর কাজ ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে এটি প্রকাশ করা হয় বাংলাদেশের নাম করা মিউজিক কোম্পানি সাউন্ডটেক এর ব্যানারে। এটিও সুপারহিট হয় সারাদেশব্যপী আলোড়ন চৃষ্টি করে হাসানের গান গুলু।  বিসেষ করে বাংলদেশ, যারে যা, অভিমানী নয়, আকাশের নীলে, গানগুলু সুপারহিট হয় সারাদেশে। জন্মভূমি এ্যালবামের কাজ চলাকালিন হাসান একটি মিক্সড এ্যালবামের কাজ করেন। এ্যালবামটি নাম ছিলো ধুন। সেখানে LRB,Souls,James,Feedback,Warface & ARK ব্যান্ড ছিল।
এই এ্যালবামে হাসান (আর্ক) সবাইকে টেক্কা দিয়ে গাংচিল, গানের মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়ে যান। দেশের অসংখ্য শ্রোতা ও ভক্তদের ভালোবাসা ও মন জয় করে পরবর্তী এ্যালবামের কাজ শুরু করেন যার নাম রাখা হয় →স্বাধীনতা। ২০০০ সালে এই এ্যালবামটি প্রকাশ করা হয়। এই এ্যালবামের জনপ্রিয় গানগুলো হল প্রেমা,আর কত মৃত্যু, বন্ধু। হাসানের এ গুলু এ্যালবাম ও গানের পরে অনেক নাম করা ব্যান্ড যেমন LRB, Souls, James, Feedback, Warface, এই ব্যান্ড গুলোকে টক্কর দিয়ে আর্ক নাম্বার এক অবস্থান করেন বাংলদেশের মিউজিক বাজারে। অনেক মিউজিক কোম্পানি রাতারাতি হিট হয়ে যান।
আর্কের জনপ্রিয়তা ও সফলতার পরে হাসানের কিছু Release না হওয়া গান ছিলো। পরে ডুয়েট একটি এ্যালবাম বের করা হয়। যাতে ছিলেন জেমস ও হাসান। হাসান তার ঐ UN release গান গুলো যোগ করেন। গান গুলো হল যন্ত্রণা, তোমকে আজ,ক্ষনিজের অতিথি, এখনি নামলে আধার। 

কোন কারনে পন্চম ২০০২ সালে দল থেকে বের হয়ে যায় এবং পরে হাসান ও দল থেকে দূরে সরে যায়। আর্ক থেকে বেরিয়ে হাসান নিজের কিছু একক এ্যালবামের কাজ করেন প্রথম এ্যালবাম প্রিন্স মাহমুদ এর →তাল প্রকাশ করেন। সাথে সাথে প্রকাশ করেন আরও শতাধিক মিক্সড এ্যালবাম। যাতে জেমস বাচ্চু হাসান বাংলদেশে ব্যান্ড সংগীতের শীর্ষে অবস্থান করেন।

পরে হটাৎ করেই লাখ লাখ শ্রোতাদের মনে কষ্ট দিয়ে হাসান ও গান থেকে দূরে সরে যান। ৩/৪ বছর অডিও বাজারে হাসানের নতুন কোন পাওয়া যায়নি।

পরে দীর্ঘ ১০ বছর পর ২০১০ সালে আর্কে ফিরে হাসান। তিনি বলেন আগের মত আর্ক ব্যান্ডের হয়ে গান করে যাবেন। তিনি আরও বলেন খুব শীঘ্রই বাজারে আর্কের নতুন এ্যালবাম আসবে। আর এখন থেকে নিয়মিত স্টেজ শো কনসার্ট করে যাবেন। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২