রঙের ঘুড়ি → আযম খাঁন & হাসান আর্ক।
প্রিয়…… বন্ধুরা,
শ্রদ্বেয় আরমান খাঁন স্যারের সুর ও সংগীতে রঙের ঘুড়ি, আমাদের পাগলা গোড়ার মত মনে রঙের ঘুড়ি উড়িয়ে দূরে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই আমাদের এবারের প্রয়াস "রঙের ঘুড়ি" গুরু আযম খাঁন এবং হাসান ভাইয়ার কন্ঠে।
আপনাদের অবস্যই ভালো লাগবে…………।
অ্যালবামটি তে সর্বমোট ১০টি গানের মধ্যে গুরু আযম খাঁনের ৫টি গানের সঙ্গে আমাদের প্রিয় হাসান ভাইয়ার ৫টি গান রয়েছে,
অ্যালবামে যে গান গুলা আছে।
(১) পাগলা ঘোড়া, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন।
(২) রঙের ঘুড়ি, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান।
(৩) যায় হারিয়ে যায়, কথাঃ মারজুক রাসেল, কণ্ঠঃ হাসান।
(৪) জানাযা, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন।
(৫) ভালোবেসেছি, কথাঃ সুজাত কবির, কণ্ঠঃ হাসান।
(৬) আকাশ লজ্জা পায়, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন।
(৭) মনের রাজনীতি, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান।
(৮) মায়া নাই, কথাঃ আরমান খাঁন, কন্ঠঃ আযম খাঁন।
(৯) আমি যা বুঝি, কথাঃ আরমান খাঁন, কণ্ঠঃ আযম খাঁন।
(১০) মনেরই দুয়ার, কথাঃ অনুরূপ আইচ, কণ্ঠঃ হাসান।
https://drive.google.com/folderview?id=0BxiAmrMYLdfIQ1pmdTZDLXNTR2M
প্রকাশিতঃ ২০০৪
কিবোর্ডঃ মানাম আহমেদ & আরমান খাঁন।
গিটারঃ সোহেল।
ড্রামস & রিদমঃ আদনান খাঁন।
বাশিঃ বারি সিদ্দিকী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন