আর্ক নিয়ে ফের নব উদ্যমে আসছেন হাসান।

লালমাটিয়ার খুব রক্ষণশীল পরিবারের ছেলে হয়ে গান বাজনায় নিজের ক্যারিয়ার গড়বে, সে কথা কোনোদিন ভাবেননি তিনি। আর সেই বাড়ির ছেলে দেশের সেরা রকস্টার হবে, এটা তো ভাবনারও বাইরে ছিল। কিন্তু নিয়তি আর আল্লাহ প্রদত্ত অসাধারণ ব্যতিক্রমী কণ্ঠ যে সারাদেশ মাতাতেই জন্মেছে,
সে যে তাঁর কপালেই লিখে পাঠিয়েছেন অদৃষ্ট।

#এক প্রশ্নের জবাবে রকষ্টার বলেনঃ

আমরা নিয়মিত এখন প্র্যাকটিস চালাচ্ছি। নিয়মিতভাবে চলছে সেই আড্ডাবাজি, যেটা ছাড়া কখনও গান হয় না। তাই দারুণ কিছু ঘটতে যাচ্ছে সামনে, ইনশাআল্লাহ।

#সেই হাসান, সেই আর্ক আবারও ষ্টেজ আর শ্রোতামন কাঁপাতে আসছেন তাঁরই আগমনী বার্তা জানান দিলেন
রকষ্টার।

#১৯ এপ্রিল এই মহান লিজেন্ড এর জন্মদিন, জন্মদিনে তিনি তার ভক্তদের জন্য সারপ্রাইজ রাখছেন নতুন কোন বার্তা দিয়ে,

#যেটিকে হাসান নিজের জন্মদিন না বলে- বলেন,
হাসান, দ্যা ম্যান অব নাইন্টিন্থ এপ্রিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

হাসান ও আর্ক ব্যান্ডের সংক্ষিপ্ত বিবরনঃ

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২