শুভ জন্মদিন…… হে পপ গুরু আযম খান।

আজম খান আমার গুরুর নাম। আমরা যারা বাংলা ব্যান্ড এর ভক্ত তাদের গুরুর নাম আজম খান। বাংলা ব্যান্ড এর ইতিহাস যদি রুপকথা হয় সেই রুপ কথার রাজপুত্র হলো আজম খান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি আমাদের গর্বের পরিশুদ্ধ অনুভূতি হয়, সেই অনুভূতির রুপকারদের একজন হলো আজম খান।গুরুর সাথে আসলে অদৃশ্য সম্পর্ক আছে সব গান পাগলদের। বাংলা গান পাগল মানুষের বন্ধুত্ব বাঁধা হয়ে আছে। সালেকা মালেকা, হাইকোর্টের মাজারে, আলাল দুলাল, রেললাইনের ধারে বস্তিতে, আসি আসি বলে তুমি আর এলে না, পাগলা ঘোড়া, যানাযা, আকাশ লজ্জা পায়, মায়া নাই মানুষের মনে……… কত কত সহজিয়া গান! বাংলা রক গানের আদি ও অকৃত্রিম আদল। বহু ইন্সট্রুমেন্ট বা টেকনোলজির পরিবর্তনে যার আবেদন এতটুকু কমেনি, কমবেও না। সেই প্রিয় গুরুর জন্মদিনে শ্রদ্ধা আর সালাম। তোপধ্বনি দেই গুরু। মাথায় পট্টি বেধে রাস্তায় নামি গুরু। সব কলুষতা, কথা না রাখা, অর্থ-অনর্থের এই কপিরাইট জালে আটকা হাঁসফাঁস, হাঁসফাঁস দুনিয়ায় আমাকে শিষ্য করো গুরু। শুভ জন্মদিন মোহাম্মদ মাহবুবুল হক খান। শুভ জন্মদিন আমাদের গুরু। তুমি আমাদের গুরু, গুরু তোমার জন্মদিনে তোমাকে জানাচ্ছি হৃদস্পন্দন থেকে ভালোবাসা। তোমার রূহের মাগফিরাত কামনা করছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা বার্তা, (হাসান আর্ক)

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২