আসছে হাসানের হিন্দি গানের এ্যালবাম
এ বছরই বের হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড তারকা হাসানের হিন্দি গানের অ্যালবাম। আর অ্যালবামটি আসছে ভারতের প্রথম সারির অডিও কোম্পানি ইউনিভার্সাল থেকে। প্রায় দু’বছর আগেই এ বিষয়ে ইউনিভার্সালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে হাসানের। সেই হিসেবে হাসানই বাংালাদেশের একমাত্র শিল্পী যিনি ইউনিভার্সালের সঙ্গে সর্বপ্রথম অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দু’বছর আগে থেকেই অ্যালবামের জন্য গান তৈরি করছেন হাসান।
অ্যালবামটির কাজ আরও আগে সম্পন্ন হয়ে প্রকাশিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা আর হয়নি। এর মধ্যে ছিল জন্মভূমি ব্যান্ডসহ হাসানের বেশ কয়েকবার বিদেশ সফর, অ্যালবামের স্পন্সর সমস্যা, মুম্বইতে রেকর্ডিং জটিলতা, হাসানের ব্যক্তিগত সমস্যা প্রভৃতি। তবে জটিলতা সত্ত্বেও মুম্বই গিয়ে গত দুই বছরে অ্যালবামের জন্য অনেকগুলো গান তৈরি ও রেকর্ডিং করেছেন হাসান। কিন্তু এখন আবারও নতুন করে কিছু গান রেকর্ডিং করতে হবে। তাই খুব শিগগিরই হাসান মুম্বই যাবেন। আর এবার সম্পূর্ণ অ্যালবামের কাজ সম্পন্ন করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অ্যালবামের স্পন্সর জটিলতাও সম্পূর্ণ কেটে গেছে। বিদেশ সফর কমিয়ে দিয়ে হাসানও সম্পূর্ণ মনোযোগী হয়েছেন অ্যালবামের কাজে। তাই অ্যালবামটি বের হওয়ার ক্ষেত্রে তেমন কোন জটিলতা এখন আর নেই। হাসানের হিন্দি গানের এই অ্যালবাম বাজারে আসবে চলতি বছরের মধ্যেই। এ প্রসঙ্গে শিল্পী জানান, আসলে এ ব্যাপারে মিডিয়ার কাছে এখন আর তেমন কিছু বলার আগ্রহ তৈরি হয় না। কারণ অনেক দেরি করে ফেলেছি আমি। নিজের কাছেই খারাপ লাগে। দেখা গেছে আমি একটা বললাম কিন্তু তা সেই সময়ের মধ্যে হলো না। এটা বেশ লজ্জাকর ব্যাপার আমার কাছে। তবে এবার ইনশাআল্লাহ অ্যালবামের কাজ শেষ করবো। আমার অ্যালবাম প্রায় রেডি। দুই একটি গানের রেকর্ডিং শুধু আবার করতে হবে। আর কয়েকটি গানের মিক্সিং-মাস্টারিং বাকি রয়েছে। খুব শিগগিরই মুম্বই যাবো সেই বাকী কাজ শেষ করবার জন্য। ওখানে আসলে স্টুডিও খরচও অত্যধিক। মানে এতটা ব্যয়বহুল যে, বলে তেমনভাবে বোঝানো যাবেন না। তবে বাকি কাজ শেষ করে আশা করছি ডিসেম্বরের মধ্যেই অ্যালবামটি প্রকাশ করতে পারবো। বেশির ভাগ গান শেষ হলেও এখন পর্যন্ত নিজের প্রথম হিন্দি এই অ্যালবামের নাম এখন ঠিক করেননি হাসান। ইউনিভার্সালের সঙ্গে আলাপ করেই এই অ্যালবামের নাম ঠিক করা হবে। যে গানগুলো করেছেন তা কেমন হয়েছে এবং প্রথম হিন্দি অ্যালবামের অনুভূতি কি? এমন প্রশ্নের উত্তরে হাসান বলেন, হিন্দি অ্যালবাম তাই অনুভূতিটা তো ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। তবে আমি গানগুলো নিয়ে আশাবাদী। বেশ যত্ন সহকারে তৈরি করা হয়েছে সবক’টি গান। শ্রোতারা পছন্দ করবে বলেই আমার বিশ্বাস। তবে একেবারে গানগুলো দিয়ে ফাটিয়ে দেবো, বাজার মাত করবো এমন কথা আমি কখনই বলবো না। শ্রোতারা পছন্দ করলেই আমার হলো। কারণ তাদের জন্যই তো আমি আজকের হাসান।
খুভ ভাল খবর। আর আগে একবার শুনে ছিলাম হাসান ভাইয়ের হিন্দি অ্যালাবাম আসছে... আজ অনেকটা নিশ্চিত হলাম। সুন্দর একটি খবর পরিবেশন করার জন্য ধন্যবাদ।
উত্তরমুছুন