পাইরেসির কারনে এ্যালবাম নেই।

পাইরেসির কারনে এ্যালবাম নেই: আপনাদের অনেক জনপ্রিয় ব্যান্ড আর্ক!! আমাদের গান তৈরি থাকা সত্ত্বেও পাইরেসি ও বাজারের অস্থিরতার কারনে অ্যালবামের কাজ করতে পারছিনা। আমাদের হাতে যে পরিমাণ গান আছে, তা দিয়ে দুটির বেশি অ্যালবাম করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাইরেসি, এবং কোম্পানি গুলোর দুরবস্থা, বাজারের অস্থিরতা, ইত্যাদি নানা কারণে আমরা এখনই অ্যালবাম বের করতে চাই না। গত কয়েক মাস ধরে টানা অনুশীলন করছি। টিভি লাইভ কনসার্ট, ষ্টেজ কনসার্ট, বিবিন্ন প্রোগ্রাম করছি, আমরা যানি আমাদের অসংখ্য শ্রোতা ও ভক্ত রয়েছে যারা এখনো সেই প্রিয় গান গুলোকে আবার ফিরে পেতে চায়, তাই আমাদের কাজ চলছে। প্র্যাকটিসের সময় পুরনো গান গুলোতেই বেশি সময় দেওয়া হচ্ছে। পুরনো গান গুলোকে নতুনভাবে পরিবেশনার চেষ্টা করা হচ্ছে। অ্যালবামের জন্য শ্রোতাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আমরা নতুন এলব্যাম বের করার চেষ্টা করছি, ইনশা আল্লাহ' অতি তারাতারি সেই অপেক্ষার প্রহর শেষ হবে।
ভালো থাকবেন সবাই, অনেক ভালো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাসান আর্কের একক এন্ড মিক্সড এ্যালবাম সমূহ……

হাসান ও আর্ক ব্যান্ডের সংক্ষিপ্ত বিবরনঃ

কারবালা - হাসান (স্বাধীনতা ব্যান্ড) ২০০২